প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ২০:৩১

কাদের সরকারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার
কাদের সরকারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ কৃষকলীগ বগুড়া জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মরহুম এ্যাডভোকেট কাদের সরকারের ২০- তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকালে শহরের বড়গোলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মুঞ্জুরুর হক মুঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক রাজা, মোঃ ইকবাল হোসেন, যুগ্ন সম্পাদক শাহীন কাদির জোয়ারদার, সাংগাঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক মোঃ বকুল আহম্মেদ, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন লিকু, সদস্য বজলুর রহমান বকুল, এ এস এম তাহমিদ হোসেন রনি, মোখলেছার রহমান শামিম, মাহফুজার রহমান বাবু, মাহমুদুল হাসান আজাদ, সদর কৃষকলীগের সাধারন সম্পাদক আবু জাফর ফরাজী, জুলফিকার আলী জুলু এবং শান প্রমুখ। আলোচনা সভা শেষে কাদের সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

উপরে