বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে শিশুকন্যারও মৃত্যু
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল ১৫ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কালাই উপজেলার মোলামগাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ফরিদুলের স্ত্রী স্বপ্না বেগম বাড়ির উঠানে তারে কাপড় শুকাতে দিতে যায়। তারটি বিদ্যুতায়িত থাকায় শকে আটকে পড়ে চিৎকার দেন তিনি।
এ সময় মায়ের চিৎকারে তার চার বছরের শিশুকন্যা শিমু তাকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুতায়িত হয়।স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।কালাই থানার অফিসার ইনচার্জ আবদুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: জয়পুরহাট,বিদ্যুৎস্পৃষ্ট,মা ও শিশু,মৃত্যু
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৯ মে, ২০১৯

জয়পুরহাট প্রতিনিধি