প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ২০:৫১

হিলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
হিলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বিকেল ৩টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়।

চুড়ান্ত পর্বের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় মনসাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলন্দপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করেন। এতে নির্ধারীত সময়ে ৪/০ গোলে মনসাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কলন্দপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন। এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বোয়ালদাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করেন। এতে ৪/০ গোলে বোয়ালদাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কোকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন। খেলায় ৪টি করে টিম অংশগ্রহন করেছিল, পরবর্তীতে বিজয়ী এই টিমগুলো জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহন করবেন।

খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচীত হন, কোকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমনা লাকড়া, বোয়ালদাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খাদিজা খাতুন, মনসাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেহেদি হাসান, কলন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বর্ন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসানসহ অনেকে।

উপরে