পোরশায় ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় বাল্য বিয়ে হ্রাস করণের লক্ষ্যে বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে এক গণতান্ত্রিক সংলাপ আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগীতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এতে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক জোট গঠনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখা হয়। সংলাপে আরও অংশগ্রহণ করেন উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী, পোরশা সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সংস্থাটির এসসিএসপিপিডাব্লিউআর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, অ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার আবুল কালাম আজাদ, মাঠ কর্মকর্তা ভানু রাণী প্রমুখ।