প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ২১:৩৩

বগুড়ায় নর্থ বেঙ্গল ফার্মাসিস্ট এসোসিয়েশনের মানব বন্ধন ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নর্থ বেঙ্গল ফার্মাসিস্ট এসোসিয়েশনের মানব বন্ধন ও সমাবেশ

নিরাপদ খাদ্য চাই, ফারুক স্যারের পাশে দাঁড়াই এই স্লোগানে নর্থ বেঙ্গল ফার্মাসিস্ট এসোসিয়েশনের পক্ষথেকে মানব বন্ধন ও সমাবেশ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে বগুড়া সাতমাথায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, কতিপয় সরকারি আমলার দৃষ্টিকটু সমালোচনা ও ব্যক্তিগত আক্রমন দেখে মনেহচ্ছে তারা চায়না এদেশে খাদ্যের ভ্যাজাল বন্ধ হোক। গবেষনার প্রটোকল, ল্যাবরেটরির মান এবং গবেষকদের যোগ্যতা নিয়ে একের পর এক হাস্যকর মন্তব্য দেখে মনে হচ্ছে তারা ফার্মাসিউটিক্যাল সেক্টরের বর্তমান উন্নতি এবং আধুনিক মান নিয়ন্ত্রন ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নয়।

সমাবেশে বক্তারা, আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের আদলে বাংলাদেশেও ঔষধ ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে ঔষধ সংশ্লিষ্ট সকল বিষয়গুলি ফার্মাসিস্টদের তত্বাবধানে ছেড়ে দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও এগ্রো, ভেটেনারী, পোল্ট্রী, ফিসারিজ সহ যেসকল ইন্ডাস্ট্রিতে ঔষধ ও কিটনাশকের প্রয়োগ আছে সেসব সেক্টরে ফার্মাসিস্ট নিয়োগ করার মাধ্যমে ঔষধ ও কিটনাশকের সুষ্ট ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্য সংরক্ষন করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়। সংগঠনের প্রস্তাবিত কমিটির সভাপতি সাহেদ পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কল্লল পারভেজ, ফাহিম তাজওয়ার, আব্দুস সবুর, আরিফিন বিল্লাহ বাদল, সোহেল রানা প্রমূখ।

উপরে