পোরশায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময়
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য দপ্তর।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আইউব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ডিএম রাশেদ, মোস্তাকিম বিল্লাহ, হাবিবুর রহমান হাবিব, ইসাউল হক, সালাউদ্দীন আহম্মেদ, ওবাইদুল্লাহ মারুফ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী নুরুন্নবী প্রমুখ।