পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উপলক্ষে সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মৎস্য অফিস সভাকক্ষে উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, পত্নীতলা প্রেস কাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। সংবাদ সম্মেলেনে উপজেলা মৎস্য অফিসার তাঁর দপ্তরের সার্বিক সাফল্য তুলে ধরেন। মৎস্য বিভাগের সার্বিক সাফল্য ও অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি জানান।