জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান দিয়ে দুপচাঁচিয়ায় ১৭জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ পালন কল্পে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষ্যে ৭দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা করেন। এসময় প্রবীন সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী(রাজস্ব খাত) মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুল হক সহ গণমাধ্যমকর্মী এবং উপজেলা মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।

ষ্টাফ রিপোর্টার