বগুড়া ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজের সাফল্য
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষায় ২৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০৬ জন পাশ করেছে। এবারের পাশের হার শতকরা ৮৮.৭৯ভাগ। বিজ্ঞান বিভাগে ১৪৮ জন অংশ নিয়ে ১২৮ জন, মানবিক বিভাগে ৮২ জন অংশ নিয়ে ৭৪ জন এবং বানিজ্যিক বিভাগে ৬ জন অংশ নিয়ে ৪ জন পাশ করেছে। গত ২০১৭ সালে ৫৫ জন অংশ নিয়ে ৫২ জন, ২০১৮ সালে ১০৬ জন অংশ নিয়ে ৭৬ জন পাশ করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রতি বছরের ধারাবাহিকতায় বেশ ভালোর দিকে ধাবিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি বলেন, কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অকান্ত পরিশ্রমের কারনে প্রতিষ্ঠানটির এইচএসসি’র ফলাফলের মধ্য দিয়ে ভাবমূর্তি উজ্জ্বল হলো। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে বগুড়া জেলা শিক্ষা অফিসার (অবঃ) গোপাল চন্দ্র সরকার অতি সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর হতে শিক্ষারমান উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহন করেছেন যা ভবিষ্যতে শিক্ষারমান ও ফলাফলে অভাবনীয় সাফল্যে বিশেষ ভূমিকা রাখবে।