প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯ ২০:৫১

বগুড়ার শেরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে বগুড়ার শেরপুরে সংবাদ সম্মেলন করেছে মৎস্য বিভাগ।আজ বুধবার (১৭জুলাই) বেলা ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বরত) কর্মকর্তা মো. মীর্জা ওমর ফারুক।সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উপলক্ষে (১৭-২৩জুলাই) সপ্তাহব্যাপি কার্যক্রম তুলে ধরা হয়। এরমধ্যে বৃহস্পতিবার উপজেলা পরিষদ থেকে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এতে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেবেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে চাষী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। মাছ প্রতিদিন শতকরা ৬০শতাংশ আমিষের চাহিদা পুরণ করে। এছাড়া মাছ চাষে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এছাড়া মাছ চাষের মাধ্যমে অনেক বেকার যুবক জীবিকা নির্বাহ করছেন। চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে তার দফতরের পক্ষ থেকে পরিকল্পনা মাফিক নানা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। উক্ত সংবাদ সম্মেলন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত কুমার বসাক, সাংবাদিক আব্দুল মান্নান, আইয়ুব আলী, নাহিদ আল মালেক, আশরাফুল আলম পুরণ, আব্দুল ওয়াদুদ, আবু জাহের, মৎস্য অফিসের কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।

উপরে