বগুড়ায় যমুনার পানি ১’শ বছরের মধ্যে সর্বোচ্চ

বগুড়ায় আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গত ১’শ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৫টি ইউনিয়নের ১০২ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৮২ হাজার মানুষ।
বন্যায় তিন উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, বন্যায় প্রায় দুই হাজার পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এছাড়া নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে ২০ হাজার পরিবার।
বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান ইসলাম জানান, তিন উপজেলায় বন্যাদুর্গতদের জন্য চাল, শুকনা খাবার ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বরাদ্দ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া, বন্যা পরিস্থিতি, যমুনার পানি, সর্বোচ্চ
১৫ জুন, ২০১৯