জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কাহালুতে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা
মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনঅতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার কাহালু উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত করণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ইরিনা মৌসুমী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, মিটু চৌধুরী, বদরুজ্জামান খান বদের, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু উপজেলা মৎস্য পোনা উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোছাঃ রাইহাতুন নাহার।

কাহালু (বগুড়া) প্রতিনিধি