নওগাঁর মান্দায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে প্রায় ৭ হাজার মানুষ পানিবন্দি
আত্রাই নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বাঁধ ভেঙ্গে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি আত্রাই নদীর পানি বৃদ্ধি করে।
এছাড়াও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে আত্রাই নদীর ৩০টি পয়েন্টে বাঁধে ফাটল দেখা দিলেও অনেক চেষ্টা করেও বাঁধ রক্ষা করতে পারেনি।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাই নদীর পানি মান্দা উপজেলার জোতবাজারে বিপদসীমার ৯০ সেন্টিমিটার ও পত্মীতলার উপজেলার শিমুলতলীয় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবহাওয়া পরিষ্কার হলে আগামী বৃহস্পতিবার থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দা উপজেলার কসবা, নূরুলাবাদ ও বিষ্ণপুর ইউনিয়নের ১০/১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬/৭ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। বাঁধের অন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তদারকি করছেন পাউবোর লোকজন ও স্থানীয়রা। বাঁধ টিকিয়ে রাখতে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

নওগাঁ