মেহেরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি
"মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
এ উপলক্ষে বৃহসপতিবার সকাল ১০টার দিকে জেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া এসময় সেখানে উপস্থিত ছিলেন। জেলার মৎস্য চাষী ও ব্যাবসায়ীরা র্যালিতে অংশ নেয়।

মেহেরপুর প্রতিনিধি