পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
নওগাঁর পত্নীতলায় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ও “মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে নজিপুর পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ইউএনও শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা ও আব্দুল আহাদ, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, পত্নীতলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ প্রতিনিধি