পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী নুরুন্নবীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মমতাজ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলি মৃধা, মৎস্য কর্মকর্তা (অ.দা) আইউব আলী, কৃষি অফিসার মাহফুজ আলম প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি