জয়পুরহাটে মোটর সাইকেল ও অটোর মুখোমুখী সংঘর্ষে ডিসি অফিসের জারিকারক নিহত
জয়পুরহাট শহরের সদর রাস্তার সার্কিট হাউজ এলাকায় মোটর সাইকেল ও অটোর মুখোমুখী সংঘর্ষে ডিসি অফিসের জারিকারক মিজানুর রহমান নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পাঁচ জন । আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে মিজানুর রহমান ও মেশতাতের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে হাসপাতাল যাওয়ার পথিমধ্যেই মিজানুর রহমান মারা যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জয়পুরহাট বাসট্যান্ড এলাকা থেকে শহরের দিকে অটোটি যাচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটর সাইকেল এর সাথে মুখোমুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সকলের বাড়ী জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায়।
সংশ্লিষ্ট সংবাদ: জয়পুরহাট,সাইকেল ও অটোর মুখোমুখী সংঘর্ষ,নিহত
১৪ মে, ২০১৯
১৫ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৮ মে, ২০১৯

জয়পুরহাট প্রতিনিধি