দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনে ১৮জুলাই বৃহস্পতিবার র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়েছে। এদিন সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন প্রদক্ষিণ করে।
র্যালী শেষে হাবিবুর রহমান সাথী মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী(রাজস্ব খাত) নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর ঘোষণা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুল হক বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।