শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৮জুলাই) স্থানীয় মৎস্য বিভাগের পক্ষ থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে মৎস্য চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ, আ.লীগ নেতা সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি