শিবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি
“মাছের চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার এক র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, মৎস্য ক্ষেত্র সহকারি মোঃ মোমিনুল ইসলাম, মতিউর রহমান, শাহজান সাজু, মাহমুদুন নবী প্রমুখ। পরে প্রধান অতিথি পৌর এলাকার শিশুপার্ক পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।