ধর্ষন, খুন, শিশু হত্যার প্রতিবাদে আলোকিত বগুড়া’র মানববন্ধন
অভিধান থেকে “ধর্ষণ” শব্দটি মুছে যাক, রুখে দাঁড়াও বাংলাদেশ, এই স্লোগানে আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় শহরের সাতমাথায় আলোকিত বগুড়া’র আয়োজনে সারা দেশের খুন, ধর্ষণ, নির্যাতন ও শিশু হত্যার বিরুদ্ধে আলোকিত বগুড়া’র নির্বাহী পরিচালক এডভোকেট ফেরদৌসী আক্তার রুনা’র সভাপতিত্তে প্রতিবাদী মানববন্ধন র্কমসূচী পালন করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও উপদেষ্টা আলোকিত বগুড়া মো: টিপু সুলতান, সিনিয়র ফটো সাংবাদিক মমিনুর রশিদ শাইন, গোলাম মোস্তফা ঠান্ডু, কোহিনূর খানম, প্রভাষক সেলিনা আক্তার বিউটি, বাদল চৌধুরী সহ সমাজের গন্যমান্য ব্যক্তি ও আলোকিত বগুড়া’র সদস্যগণ।

ষ্টাফ রিপোর্টার