কাহালুতে মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা
মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ এর তৃতীয় দিন শুক্রবার কাহালুর বিবিরপুকুর শাহ সুলতান শাহ জালাল মৎস্য বীজাগারে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র কাহালু উপজেলা মৎস্য অফিসার মোছাঃ ইরিনা মৌসুমী। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুর নরহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুর বিবিরপুকুর শাহ সুলতান শাহ জালাল মৎস্য বীজাগার এর প্রোপ্রাইটর ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় রোপ্য ও স্বর্ণ প্রদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাহালু উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোছাঃ রাইহাতুন নাহার ও সহকারী উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম। আলোচনা সভার পূর্বে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধি