বগুড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানি কমছে ধীরে ধীরে
বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও ৩ উপজেলার প্রায় ৮২ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে।
আজ শুক্রবার সকাল ৬টায় যমুনা নদীর পানি ১২৮.৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কিন্তু ৯ ঘন্টার ব্যবধানে বেলা ৩টায় পানি সাড়ে ৩ সেঃমিঃ কমে ১২৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রশাসনের নির্দেশে বন্ধ ঘোষনা করা হয়েছে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিত সারিয়াকান্দির, সোনাতলা এবং ধুনট উপজেলার বেশ কয়েকটি গ্রামের মধ্যে পানি প্রবেশ করায় এসব এলাকার মানুষরা বাড়িতে পানির মধ্যেই বাঁশ দিয়ে মাচা তৈরী করে সেখানে আশ্রয় নিয়েছে। কলাগাছের ভেলা বানিয়ে তার উপর রাখছে গৃহপালিত পশু। পানির হাত থেকে বাঁচলেও, ত্রাণ পেলেও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে প্রায় ২ হাজার পরিবার।
ধুনটে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোত ও ঘুর্নবর্তে শহরাবাড়ি পাকা সড়ক ধসে গেছে এবং প্রায় ৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাধ অত্যন্ত ঝুকিপুর্ন অবস্থায় রয়েছে। ঝুকিপুর্ন ওই বাঁধের বিভিন্ন জায়গায় গর্ত দিয়ে বন্যার পানি চুয়ে চুয়ে লোকালয়ে প্রবেশ করছে।
বাঁধ রক্ষার্থে বগুড়ার পাউবো ও ধুনট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি সহ রাত দিন বালুর বস্তা দিয়ে মেরামত কাজ অব্যহত আছে।