সিংড়ায় বন্যা পরিস্থিতি অবনতি, ব্রীজ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। শুক্রবার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার শেরকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বক্তারপুর ব্রীজ বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ায় মারাত্মক ঝুকির মধ্যে আছে। ব্রিজটি ভেঙে ৩০ টি গ্রামের সাথে যাতায়াত ব্যবস্থা বিছিন্ন হয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুসান্ত কুমার মাহাতোসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে চামারী ইউনিয়নে বন্যায় প্লাবিত কয়েক হাজার পরিবারের খোঁজখবর নেন চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। অপরদিকে পৌরসভার কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পল্লী নিবাসের অর্ধ শত পরিবার চলনবিল মহিলা কলেজে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। অপরদিকে আত্রাই নদী সিংড়া পয়েন্টে হুহু করে পানি বাড়ছে।
সিংড়া উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, পানিবন্দি মানুষদের ত্রাণ দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তালিকা করার জন্য নির্দেশ দিয়েছি।
এদিকে, প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে আত্রাই নদীর। শুক্রবারও পানি বৃদ্ধি পেয়েছে ৫সেন্টিমিটার।
নাটোর পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সিংড়া পয়েন্টে আত্রাই নদীর বিপদসীমা ১২৬৫ সেন্টিমিটার। নিয়মিত পানি বৃদ্ধির কারনে বিপদসীমার কাছাকাছি এসেছে। আজ বা আগামীকাল বিপদসীমা অতিক্রম করতে পারে।

সিংড়া ( নাটোর)