নন্দীগ্রামে মা বাবাকে মারপিট করে তাড়িয়ে দিল মাদকাসক্ত ছেলে
বগুড়ার নন্দীগ্রামে মাদক আসক্ত হয়ে জাকারিয়া নামে এক যুবক বাবা মা কে মারপিট করে বাড়ী থেকে তারিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে নন্দীগ্রাম উপজেলার পার্শ্ববতী কাবাষট্টী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাকারিয়া (২৬) দির্ঘদিন মাদকাসক্ত হয়ে পড়ে ইতি মধ্যে বিভিন্ন সময়ে টাকার জন্য তার বাবা মা কে কয়েকবার মারপিট করে আহত করেছে।
গত বুধবার সকালে জাকারিয়া মাদকাক্ত হয়ে তার বাবা আব্দুল কাদের ও তার মা কহিনুর কে বেধরক মারপিট করে আহত করে বাড়ী থেকে তারিয়ে দেয় । তখন তারা নিরুপায় হয়ে গত ১৮ই জুলাই নন্দীগ্রাম থানার রিধইল গ্রামে তার জামাই আশরাফুল এর বাড়িতে আশ্রয় নেয়।
ভুক্ত ভুগি আব্দুল কাদের এই প্রতিনিধিকে জানান তার ছেলে গাঁজা মদ খেয়ে প্রায় প্রায়ই বাড়ীতে এসে মাতলামু করে আসবাব পত্র ভাংচুর করে ফেলে তাদের জিবন নাশের হুমকি দিয়ে থাকে। তাই তারা নিরুপাই হয়ে গত ১৯ই জুলাই শাজাহানপুর থানাই একটি অভিযোগ করেছেন ।
এ ব্যাপারে শাজাহানপুর থানায় যোগাযোগ করা হলে (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন ।