পঞ্চগড়ে ১০দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুজন
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শুরু হয়েছে ১০ দিনব্যাপি বৃক্ষমেলা। শনিবার সকালে মেলার উদ্বোবনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় চারশ’ শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ ও ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই শ্লোগান নিয়ে বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করে।
এর আগে এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নার্সারী মালিকরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুরের বিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

পঞ্চগড় প্রতিনিধি