প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ২০:৫৩

সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে চালের স্লিপ বিতরন করলেন মেয়র আলমগীর শাহী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে চালের স্লিপ বিতরন করলেন মেয়র আলমগীর শাহী

গত কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে । বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সারিয়াকান্দি পৌর এলাকার কয়েক হাজার পরিবার। সেই সকল বন্যা কবলিত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মাঝে বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে জি আর এর চালের স্লিপ বিতরন করেছেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন। শনিবার সকাল থেকে পৌর এলাকার বাগবের, টোনা পাড়া, কালিতলা, ধাপ সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং চালের স্লিপ বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ মিয়া, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাখী আখতার রুলী, সামসুন্নাহার পুতুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইউনুছ আলী প্রমুখ। এছাড়াও আবুল কালাম, রিপন মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে মেয়র বলেন- আসলে দুর্যোগ আসলে সাধারন মানুষের পাশে থাকা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা আমাদের দ্বয়ীত্ব। সেই চিন্তাধারা থেকেই আজ মানুষের খোজ খবর নিচ্ছি এবং নিজ হাতে বাড়ী বাড়ী গিয়ে তাদের মাঝে জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত সরকারী সহযোগীতা পৌছে দেয়ার চেষ্টা করছি। উল্যেখ্য আগামীকাল রবিবার পৌর এলাকার আন্দরবাড়ী হালিমের চাতালে ২২০০ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরন করা হবে।

উপরে