মিন্নির জামিন আবেদন নামঞ্জুর

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
এর আগে মিন্নির জামিন চেয়ে আদালতে আবেদন করেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী আসলাম। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
আদালতে মিন্নির পক্ষে আরও উপস্থিত ছিলেন, আইন ও সালিশ কেন্দ্রের দু’জন এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের সাতজন আইনজীবী।
গেল ১৬ জুলাই আসামি শনাক্তের কথা বলে মিন্নিকে বরগুনা পুলিশ আনা হয়। পরে রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর আগে মিন্নির পক্ষে নিয়োজিত আইনজীবী বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী আসলাম জানিয়েছিলেন, আজ মিন্নির পক্ষে জামিনের আবেদন করা হবে।
সংশ্লিষ্ট সংবাদ: রিফাত হত্যা, বরগুনা, আসামী, মিন্নি, জামিন আবেদন
৩০ জুন, ২০১৯
২১ জুলাই, ২০১৯
২২ জুলাই, ২০১৯
২৩ জুলাই, ২০১৯
২৩ জুলাই, ২০১৯
৩০ জুলাই, ২০১৯