সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে জি আর’র চাল বিতরন করলেন মেয়র আলমগীর শাহী
বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার দুইশত পরিবারের মাঝে ১৫ কেজি করে প্রধান মন্ত্রী প্রদত্ত জি আর এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে আন্দরবাড়ী হালিমের চাতালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সমুহের মাঝে নিজ হাতে জি আর এর চাল বিতরন করেছেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মিলন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাখী আখতার রুলী, সামসুন্নাহার পুতুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ইউনুছ আলী সহ-সভাপতি মাহবুবুর রহমার রুবেল সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও আবুল কালাম, রিপন মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় চাল বিতরন পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যেকোন দুর্যোগ মেকাবেলা করার সক্ষমতার পর্যায়ে নিয়ে গেছেন। এদেশের মানুষের তাই আর কোন অভাব নেই। আগামী দিনে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সরকার এবং আমরা বদ্ধপরিকর। তাই সারিয়াকান্দিতে সাধারন মানুষের মাঝে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে এবং আগামী দিনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় আমি সমর্থন প্রত্যাশা করছি।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি