প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯ ১৩:২৫

রাজধানীতে ছেলেধরা সন্দেহে নারী হত্যা, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
রাজধানীতে ছেলেধরা সন্দেহে নারী হত্যা, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক নারীর মৃত্যুর ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

গতকাল শনিবার রাতে বাড্ডা থানায় হত্যা মামলাটি করেন নিহত নারীর ভাগনে নাসির উদ্দিন।

মামলায় বলা হয়েছে, ওই নারীকে স্কুলের অভিভাবক ও জনতাসহ অনেকে গণপিটুনি দেন। এতে তিনি মারা যান।  এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান বলেন,  নিহত নারীর ভাগিনা নাসির উদ্দিন মামলার বাদী। বাড্ডা থানার এসআই সোহরাব হোসেনকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ শনাক্ত করেন তার ভাগিনা ও বোন রেহানা।  তারা জানান, নিহতের নাম তসলিমা বেগম রেনু। তার ১১ বছরের এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে। ছেলেমেয়েকে নিয়ে মহাখালী ওয়ারলেস এলাকায় একটি বাড়িতে থাকতেন তিনি।

উপরে