মেহেরপুরে সাতটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনে কাজের উদ্বোধন
মেহেরপুরের গাংনী উপজেলায় সাতটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ শুরু হয়েছে। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে চান্দামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
চাহিদার ভিত্তিতে নতুন জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চার কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে মোট সাতটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার কাজ হাতে নেয় এলজিইডি। কাজগুলো বাস্তবায়ন করবে গাংনী উপজেলা এলজিইডি। আধুনিক একতলা ভবন নির্মানে প্রতিটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা।

মেহেরপুর প্রতিনিধি