জয়পুরহাটে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ও ড্রেস মেকিং এন্ড টেইলারিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন
জয়পুরহাটে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ও ড্রেস মেকিং এন্ড টেইলারিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় জেলা সমাজসেবা কার্যালয়ে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র, জয়পুরহাটের আয়োজনে ৬ মাস ব্যাপী কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ময়নুল হক। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
এবার ৬ মাস ব্যাপী কম্পিউটার ও সেলাই প্রশিণ নিতে ১০০ জন প্রশিাণার্থী অংশ নিয়েছেন।

জয়পুরহাট প্রনিনিধি