দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ আটক ৩

গত ২০ জুলাই ২০১৯তারিখ রাত্রী ৩ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ঘাসুরিয়া বিওপি’র টহল কমান্ডার জেসিও-৮৭৭১ নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে একটি বিশেষ টহল দল মেইন পিলার- ২৮৯ হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাদবপাড়া মাঠের মধ্যে (বিরামপুর, দিনাজপুর) ওৎ পেতে থাকা বস্থায় ভারতীয় ফেন্সিডিল-৬৯০ বোতল ও গাঁজা-.১০০ গ্রাম সহ আসামী (০১) মোঃ মিজানুর হোসেন (৩৫), পিতা-মৃত: কাইয়ুম উদ্দিন, গ্রাম-আমসম, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর (০২) মোঃ উজ্জল মিয়া (২০), পিতা-মৃত: আনোয়ার, গ্রাম-পালি বটতলি এবং (০৩) মোঃ আতিয়ার রহমান (৫০), পিতা-মৃত: মুনসুর, বোয়ালদার, থানা-হাকিমপুর, দিনাজপুর কে আটক করতে সক্ষম হয় । আটক কৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-২,৭৬,৩৫০/- টাকা । আটক কৃত আসামীদের কে বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে । মামলা নম্বর-৪০ তারিখ ২০ জুলাই ২০১৯।এ তথ্যটি নিশ্চিত করেছেন লে.কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক (পিবিজিএম) অধিনায়ক জয়পুরহাট ২০ বিজিবি।