হিলি বন্দরে আমদানি শুরু হয়েছে ভারতের কাঁচামরিচ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক বছর পর আবারও আমদানি শুরু হয়েছে ভারতের কাঁচামরিচ।সারাদেশে কদিনের বন্যার কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। তার সাথে খোলা বাজারে দাম বেড়ে যায় কাঁচামরিচের।এই কারনে দীর্ঘ ১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভারতীয় কাঁচামরিচ আমদানি।
আমদানিকারক বাবলুর রহমান জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে মরিচের আবাদ তিগ্রস্ত হওয়াই দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। একারণে দেশীয় বাজারে কাঁচামরিচের দামও বেড়ে যায়। দেশের বাজারে ভারতীয় কাঁচা মরিচের চাহিদা থাকায় ব্যাবসায়ীরাও ভারত থেকে আমদানি করছেন কাঁচামরিচ।কাঁচা মরিচ আমদানি হচ্ছে ভারতের বিহার রাজ্য থেকে। আমরা ভারত থেকে আমদানি করা এসব কাঁচা মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করছি।
তিনি আরও জানায়, চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার ভারতীয় ৫টি ট্রাকে ৩৮ টন ১৮২ কেজি কাঁচা মরিচ এবং দ্বিতীয় দিন রোববার ৩ গাড়ীতে ২৪ টন আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এসব কাঁচা মরিচ আমদানিতে প্রতি কেজি প্রায় ২১ টাকা শুল্ক-কর দিতে হয়েছে ব্যবসায়ীদের। আমদানি করা এসব কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে । ব্যবসায়ীদের দাবি সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করলে আরও বেশি বেশি কাচামরিচ আমদানি হবে এবং বাজার দর ও কমতে শুরু করবে।