প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯ ২১:৩৩

নন্দীগ্রামে স্ত্রী কে হত্যা করে পালালো পাষন্ড স্বামী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে স্ত্রী কে হত্যা করে পালালো পাষন্ড স্বামী

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রী কে হত্যা করে পালিয়েছে ঘাতক পাষন্ড স্বামী। । গত রবিবার বেলা ১১টায় নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে ময়ুরী (২৬) নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পৌর শহরের কলেজপাড়ার মাসুদ রানা ও তার পিত ওসমান ফকির সহ পরিবারের সবাই পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, নাটোর নলডাঙ্গা বাসুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ময়ূরীর সঙ্গে আনুমানিক ৭/৮ বছর আগে ঘাতক মাসুদ রানা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তানের জস্ম হয়। স্থানীয়রা আরো জানান, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকতো ।

এমতাবস্থায় গত রবিবার সকালে বাড়িটি খোলা অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজনের সন্দেহ হলে তারা বাড়ির ভেতরে গিয়ে ময়ূরীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ।নিহতের পিতা আনসার আলীর সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়েকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, গত শনিবার রাতে মামুন আমাকে ফোন করে বলে আজ রাতেই তোর মেয়েকে মেরে ফেলবো। সকালে খবর পেয়ে এসে দেখি মেয়ের লাশ। আমি এর সুষ্ট বিচার চাই। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আব্দুর রহিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ময়না তদন্ত শেষে আইনহগত ব্যবস্থা নেওয়া হবে।

উপরে