রাজীবপুর বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রান বিতরণ
উপজেলা আওয়ামীলী নেতাবৃন্দের উদ্যোগে রাজীবপুরের বন্যার্তদের মাঝে শুকনো খাবার এবং চাল বিতরণ ও আর্থিক ভাবে সাহায্য করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম নিজ উদ্যোগে এই ত্রান বিতরণ কর্মসূচি গ্রহন করেন।কর্মসূচিতে সহযোগিতা করেন আ'লীগ নেতা মশিউর রহমান রতন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
আজ সোমবার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ১০০০ জন বানভাসীরদের মধ্যো ত্রান বিতরন করা হয়।গত কাল রবিবার কোদালকাটি ইউনিয়নের ১০০০জন বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাজীবপুর সদর ইউনিয়নে ১০০০ জনের মাঝে ত্রান বিতরন করা হবে।
বানভাসী মানুষের মাঝে ত্রান-সাহায্য বিতরনের বিষয়ে জানতে চাইলে শফিউল আলম বলেন,আমরা আগেও বিভিন্ন সময়ে সুখে দুঃখে আমার এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।আমাদের সামর্থ অনুযায়ী এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি আশা করি এতে বানভাসী পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে।