পঞ্চগড়ে বজ্রাঘাতে একজন নিহত
পঞ্চগড়ে বজ্রপাতের সময় বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খন্দকার কামরুল হাসান (২৮)। তিনি আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামের আলহাজ্ব মাহা আলমের ছেলে। তিনি পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর প্রধানপাড়া গ্রামে তার দুলাভাই মৃত. হুমায়ুন কবীরের বাড়িতে লোকজন দিয়ে রোপা লাগানোর কাজ করছিল।
সোমবার সকালে শ্রমিকদের রোপা লাগানোর কাজে লাগিয়ে তিনি জমির আইলে দাড়িয়ে কাজ দেখছিলেন। এসময় মুসলধারে বৃষ্টির সাথে বজ্রপাতের সময় তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও ৪ জন শ্রমিক আহত হয়।
মাগুড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল বজ্রপাতে এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি