পাঁচবিবিতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ীর শিমুলতলী এলাকায় নদীতে ডুবে সাড়ে তিন বছরের তাসফিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামেরই শহিদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসীরা জানায়, বেলা ১১টার দিকে তাসফিয়া খেলাধুলা করার সময় বাড়ির পার্শ্বে ছোট যমুনা নদীতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুজির একপর্যায়ে নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বালিঘাটা ইউপি সদস্য বাদশা মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।