প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ২০:২৬

সিংড়ায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে মারপিট

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে মারপিট

নাটোরের সিংড়ায় ছেলেধরা সন্দেহে আলী আহমেদ (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।  আটককৃত আলী ফেনী জেলার সদর থানার আবুল খায়ের এর পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মহেশচন্দ্রপুর গ্রামে ঐ ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসির পরে তাকে আটক করে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান,  তাকে উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে।  বেশ কিছুদিন থেকে সিংড়া পৌরসভায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তার পরিবারের সাথে কথা বলেছি, মানসিক ভারসাম্যহীন চিকিৎসার প্রয়োজনীয় কাগজ দেখে ব্যবস্থা নেয়া হবে।

উপরে