মেহেরপুরে চিকিৎসকের উপর হামলাকারী বিজয় গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এমকে রেজার উপর হামলাকারী মনিরুজ্জামান বিজয়কে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে গাংনী পৌরসভা মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল। ২১ জুলাই দুপুরে গাংনী হাসপাতাল ডরমেটরিতে ডা: রেজার উপর হামলা চালায় বিজয় ও তার লোকজন। আহত চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ও হামলাকারিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করে কর্মকর্তা কর্মচারি ঐক্যপরিষদ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, হাসপাতালে প্রবেশ করে ডাক্তারের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেছেন আহত ডাক্তার এমকে রেজা। যার মামলা নং-২২। হাসপাতালে অনধিকার প্রবেশ করে সরকারী কাজে বাধা দেওয়া ও মারধরে ডাক্তারকে আহত করার ধারায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য রবিবার, বিকেলের ভূল রিপোর্টের প্রতিবাদ করায় ডাঃ এম কে রেজাকে মারধর করে গাংনী সনো ডাইগসস্টিক সেন্টারের মালিক বিজয় ও তার লোকজন।