সরকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে বদ্ধপরিকর : এমপি গোপাল
_.jpg)
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষার্থীদের দক্ষ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক থেকে বের করে আধুনিক ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ করছে। মাদ্রাসার শিক্ষার গুণগত মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে কাজ অনেক কাজ করছে সরকার।
২১ জুলাই ২০১৯ রোববার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে বলরামপুর দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মণ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. গুলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের নাট্য বিষয়ক সম্পাদক দিপংকর রাহা বাপ্পি, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম আসলাম, সাধারণ সম্পাদক মো. রহমত আলী, নিজপাড়া ইউপি সদস্য মো. জিয়াউর রহমান।
এর আগে একই ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নে ৬০ লাখ টাকা ব্যয়ে দামাইক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও ৮৪ লাখ টাকা ব্যয়ে নিমাই ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।