বগুড়ায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং’র ৫৭ তম শাখার শুভ উদ্বোধন
বগুড়ায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ৫৭তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের তিনমাথায় মহসিন আলী ম্যানশনের দ্বিতীয় তলায় এ ব্যাংক এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ডাচ্-বাংলা রাজশাহী এভিপিও রিজিওনাল হেড সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক বগুড়ার এরিয়া ম্যানেজার এস, এম মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত শাখার পরিচালক এম, ডি রুবেল চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার আফতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রতন, আলহাজ্ব আব্দুল গফুর প্রাং, আব্দুর রহিম রানা, রাকিব উদ্দিন প্রাং সিজার, জাহিদুর রহমান, এম.আর ইসলাম রফিক, সাজ্জাদ হোসেন পিন্টু, মতিয়ার রহমান বাবু, আইনুল হক তরফদার পাইলট, আশরাফুল ইসলাম রহিত এবং হাফিজুর রহমান মনি প্রমূখ।