দেড় শতাধিক শিশু শিক্ষার্থী পেল নতুন পোষাক
_Pic-22.07_.19_.jpg)
বগুড়ার শাজাহানপুর উপজেলার তালপুকুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দেড় শতাধিক দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরন করা হয়েছে। বিনা মূল্যে নতুন পোষাক পেয়ে কমলমতি শিশু শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছাস আর কোলাহলে সরগরম হয়ে উঠে মাদ্রাসা চত্তর।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদের ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পোষাক বিতরন করা হয়।
মামুনুর রশিদ জানান, কমলমতি শিশু শিক্ষার্থীদের মাদ্রাসা মুখি করতে এবং মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে তার এই ক্ষুদ্র প্রয়াশ।এ উপলক্ষ্যে সোমবার দুপুরে মাদ্রাসা চত্তরে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছাদুর রহমান দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরন করেন।
সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যেই মাদ্রাসা শিক্ষাকে সাধারন শিক্ষার সমমানে উন্নত করেছেন। তাই মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তাই মাদ্রাসা সংশ্লীষ্ট সকলকে এই ধরনের আয়োজনে এগিয়ে আসতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধানর সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, ইউপি সদস্য বিলকিস বেগম, মাদ্রাসা সুপার আবিদুর রহমান, সহ সুপার আব্দুর রহমান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শাফিক, সদস্য আলহাজ্ব ইয়াছিন আলী, শাহিদুল ইসলাম, সাবেক সদস্য জাহিদুল হক সহ অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার তালপুকুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দেড় শতাধিক দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদের ব্যক্তিগত অর্থায়নে নতুন পোষাক বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছাদুর রহমান দুলু।