ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান খাদ্যমন্ত্রীর

বর্তমানে দেশে ছেলেধরা গুজব এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এতে বিভ্রান্ত না হয়ে পুলিশের সহায়তা নেওয়ার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার দুপুরে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহীনীর প্রতি আস্থা রাখুন। কেউ অপরাধী হলে বা কাউকে সন্দেহ হলে তাকে পুলিশে দিন।
তিনি আরও বলেন, এটি একটি ষড়যন্ত্র মাত্র সরকারের উন্নয়নের পথে বাধা দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। তবে যতই ষড়যন্ত্রই করা হোক শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। গুজব ছড়িয়ে যারা ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে প্রশাসন। সন্দেহ জনকভাবে কাউকে আঘাত করে আইন লংঙ্ঘন না করার পরামর্শ দেন মন্ত্রী।
এর আগে সকালে খাদ্যমন্ত্রী পোরশা উপজেলা চত্বরে প্রানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র নির্মান কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া তিনি প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল, তাঁর নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
একই অনুষ্ঠানে তিনি পোরশা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার বিতরন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, বৈদ্যুতিক পাখা, বিধবা, প্রতিবন্ধিতা ভাতা, বয়স্কভাতা কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও ৫ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন মন্ত্রী।