প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯ ১৪:৩১

নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস এর আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালী

নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস এর আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালী

সরকারী সেবা জনগনের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভাবে পৌছে দেয়ার অভিষ্ট লক্ষ্য সামনে রেখে ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে নওগাঁ জিলা স্কুলে ফেষ্টুন উড়ানো শেষে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কে, ডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম মোঃ শাহনেওয়াজ।

অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা আকরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পরিষদের সচিব আবদুল্লাহিল বাকী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

উপরে