আত্রাইয়ে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড
নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বেওলা গ্রামের মৃত হরিমাধবের ছেলে সুকমল হালদার (৬০), একই গ্রামের, আহাদ আলী সরদারের ছেলে জালাল সরদার (৪১), আহাদ আলী সরদারের ছেলে আব্দুস ছালাম (৩৬) ও চৌড়বাড়ি গ্রামের মৃত বাহার আলী প্রামানিকের ছেলে রশিদ (৩৭)
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার সকালে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা চৌড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করে ।
আটককৃতদের মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।