নওগাঁয় বিকাশে প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব আব্দুল হাকিম
নওগাঁয় বিকাশ প্রতারকের ফাঁদে পড়ে টাকা হারালো আব্দুল হাকিম। তার বিকাশ নাম্বার থেকে ৫৭ হাজার ৫শত ছিয়াত্তর হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিকাশ প্রতারক চক্র।আব্দুল হাকিম জানান, গত সোমবার (২২-০৭-১৯ইং) সকালে সাড়ে ১০টার সময় তার ঢাকার এক ব্যবসায়ী বিকাশে মাধ্যমে ১৪হাজার টাকা পাঠায়। এর আধা ঘন্টা পরেই অজ্ঞাত এক ব্যক্তি এই (০১৮৭৬-১২৩৬৪৫) নাম্বার থেকে তাকে ফোন দিয়ে বলে ‘আমি বিকাশ থেকে বলছি।
আপনার বিকাশে কিছুণ আগে যে টাকা এসেছে তা আপনি সমস্যার কারণে টাকা গুলো বের করতে পারবেন না। এই মহুর্তে আমি একটি এসএমএস করছি সেই পিন নম্বরটি আমাকে বলুন। তাহলে আপনার একাউন্ট ঠিক হয়ে যাবে। প্রতারকের কথা শুনে পিন নাম্বারটি বলার পর পরই হাকিমের মোবাইলে টাকা উত্তোলোনের ম্যাসেজ আসতে থাকে। সে বুঝতে পারে তার সব টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। এ ঘটনায় পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন আব্দুল হাকিম। সে উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আফাজ উদ্দীন মৌলভির ছেলে।