দুপচাঁচিয়ায় ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা বিপ্লবকে সংবর্ধনা প্রদান
দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব একটি মামলায় সম্প্রতি জামিনে মুক্ত হওয়ায় দুপচাঁচিয়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।আজ মঙ্গলবার বিকেলে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে কাহালু উপজেলার শেখাহার এলাকা থেকে খোলা মাইক্রোবাসে বিপ্লবকে নিয়ে দুপচাঁচিয়া উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, বগুড়া জেলা পরিষদ সদস্য ও দুপচাঁচিয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সাঈদ ফকির, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া এলাকার সাবেক পরিচালক জাহেদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন প্রমুখ। এসময় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।