গোবিন্দগঞ্জে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড,চাঁদপুর খলসী,বাঁধ এলাকা,চড় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে পানিবন্দি অসহায় বানভাসি মানুষের মাঝে মঙ্গলবার শুকনা খাবার চিঁড়া,চিনি ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর বিএনপির সভাপতিফারুক আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতী দল নেতা আমজাদ হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শ্রী কাজল চাকী, গোবিন্দগঞ্জ ছাত্রদল নেতা মোঃ মনির হোসেন সরকার, করিম শেখ, মানিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফারুক আহম্মেদ জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ থেকে এই আয়োজন। এই আয়োজন আগামীতে অব্যাহত থাকবে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিবেকবান মানুষ কে এগিয়ে আসার আহবান জানান।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি