হিলি সীমান্তে ফেন্সিডিলসহ মহিলা আটক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তে ১৪০ বোতল ফেন্সিডিলসহ এক জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত মহিলা হিলি-হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের এরশাদের স্ত্রী জান্নাতুন ফেরদৌস (২২)।আটককৃত জান্নাতুন পেরদৌসকে বুধবার (২৪ জুলাই)দুপুরে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
তিনি আরো জানান,মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব হোসেন (উপ-পরিদর্শক) সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার নওপাড়া গ্রামের এরশাদের বাড়িতে অভিযান চালায়।অভিযান চালিয়ে খড়ের পালায় লুকানো একটি স্কুল ব্যাগে ৫০ বোতল ও বাহিরে ৯০ বোতল ফেন্সিডিলসহ তার স্ত্রী জান্নাতুনকে আটক করে।তার বাড়িতে ফেন্সিডিল বহন করা ১৫০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।